ইউরোপ

সেই ‘জল্লাদ’ রুশ সেনাকে হত্যা করল ইউক্রেন

কিয়েভ, ০৭ জুন – রাশিয়ার অন্যতম একজন কুখ্যাত সেনাকে খারকিভ অঞ্চলে ইউক্রেনীয় স্নাইপার গুলি করে হত্যা করেছে। খবর এনডিটিভির।

ওই সেনার নাম ভ্লাদিমির আন্দোনোভ।

ইউক্রেনীয় যুদ্ধবন্দি ও বেসামরিক লোকদের কোনো প্রকার মায়া দয়া না দেখিয়ে গুলি করার অভিযোগ রয়েছে ভ্লাদিমির আন্দোনোভের বিরুদ্ধে।

রাশিয়ার এ সেনা সিরিয়া এবং লিবিয়াতেও তার পাশবিকতা দেখিয়েছিলেন।

আর এ কারণে তাকে ‘জল্লাদ’ হিসেবে অভিহিত করা হয়েছিল।

বলা হচ্ছে, এক রাতে খারকিভে টহল দেওয়ার সময় কথিত জল্লাদ ভ্লাদিমির আন্দোনোভকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেই হামলায় তার কমরেডও নিহত হন।

রাশিয়ার গণমাধ্যম মস্কোভস্কি কমসোমোলেটস বলেছে, ভ্লাদিমির আন্দোনোভ, যিনি ভাহা নামে পরিচিত ছিলেন তার মৃত্যুর বিষয়টি জানা গেছে।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছিল, ভ্লাদিমির আন্দোনোভ ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের গণহারে গুলি করায় অংশ নিয়েছিলেন এবং দোনবাস প্রদেশে বেসামরিক লোকদের হত্যা করতে ভূমিকা রেখেছেন।

স্কাই নিউজ জানিয়েছিল, ভ্লাদিমির নিজ ইচ্ছায় যুদ্ধবন্দিদের গুলি করার মতো হিংস্র কাজে অংশ নিয়েছিলেন।

ভ্লাদিমির আন্দোনোভ ওয়াগনার গ্রুপের সেনা ছিলেন। তিনি ২০১৪ সালে রাশিয়ার স্পেশাল ফোর্সের সেনা হিসেবে অংশ নেন। ওয়াগনার গ্রুপটি সাবেক প্যারাট্রুপার এবং স্পেশাল ফোর্সের সেনাদের নিয়ে গঠিত।

সূত্র: যুগান্তর
এম ইউ/০৭ জুন ২০২২

Back to top button