জাতীয়
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সমন্বয়ে ১৪ সদস্যের কমিটি
ঢাকা, ০৬ জুন – পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সার্বিক সমন্বয়ের জন্য ১৪ সদস্যের মূল কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৫ জুন) সেতু বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটিতে সেতু সচিব মঞ্জুর হোসেন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য সচিব হিসেবে থাকবেন সেতু বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন)।
এই কমিটি সুষ্ঠুভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে গঠিত সব উপকমিটির কার্যক্রম সমন্বয় ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করবে। এছাড়াও কমিটি চাইলে প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। পদ্মার নামেই এই সেতু হবে।
সূত্র : বাংলদেশ জার্নাল
এম এস, ০৬ জুন