ইউরোপ

বরিসের বিরুদ্ধে বুধবার অনাস্থা ভোট হতে পারে

লন্ডন, ০৫ জুন – ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে আগামী বুধবার অনাস্থা প্রস্তাব নিয়ে ভোট হতে পারে। রয়টার্সের খবর অনুসারে, সংসদে বরিসের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবের জন্য দলের অন্তত ৫৪ জন সংসদ সদস্যের সম্মতি প্রয়োজন। দলের ‘১৯২২ কমিটি’র চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে অনাস্তা ভোটের অনুরোধ জানাতে হয়।

ইতিমধ্যে ২৫ জন আইনপ্রণেতা চিঠি দিয়েছেন বলে প্রকাশ পেয়েছে। সানডে টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কনজারভেটিভ পার্টির বিদ্রোহী সদস্য ও দলটির এমপিরা মনে করছেন, বরিসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে প্রয়োজনীয় সংখ্যক চিঠির একেবারে কাছে রয়েছেন তারা। একজন আইনপ্রণেতা বলছেন, প্রয়োজনীয় সংখ্যার বেশি চিঠি তারা পেয়েছেন।

লকডাউনের মধ্যে নিজের সরকারি বাসভবনে আসর জমিয়ে বেকায়দায় পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তার এই কেলেঙ্কারি ‘পার্টিগেট’ নামে পরিচিতি পেয়েছে। এ ঘটনায় নিজ দল কনজারভেটিভ পার্টির জ্যেষ্ঠ এমপিরা বরিসের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

সূত্র: বিডি-প্রতিদিন
এম ইউ/০৫ জুন ২০২২

Back to top button