সীতাকুণ্ডে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৮
চট্টগ্রাম, ০৫ জুন – চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপো বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ ৩৮ জনে দাঁড়িয়েছে। রোববার বেলা সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আশিক।
তিনি বলেন, এই বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এরমধ্যে ফায়ার সার্ভিসের স্টাফের সংখ্যা ৭ জন। এছাড়া আহতের সংখ্যা চার শতাধিক। তাদের অবস্থা খুবই গুরুতর।
নিহতদের মধ্যে পাঁচ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। কুমিরা ফায়ার স্টেশনের নার্সিং অ্যান্টেনডেন্টস মনিরুজ্জামান (৩২), মমিনুল হকের (২৪) বাড়ি বাঁশাখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মধুখালী গ্রামে। তিনি ফরিদুল আলমের ছেলে। অন্যজন একই উপজেলার পূর্ব চারিয়ার নাপোড়া এলাকার মাহমুদুর রহমানের ছেলে মো. মহিউদ্দীন (২৪), ভোলা জেলার হাবিবুর রহমান (২৬), রবিউল আলম (১৯), বাঁশাখালীর চনপাড়ার এলাকার আবব্দুল মজিদের ছেলে। এর মধ্যে মহিউদ্দীন বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে অবস্থা গুরুতর হওয়ার ফায়ার সার্ভিসের দুই সদস্যকে জেনারেল হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. তুহিন ও মোতাহের হোসনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার রাত ১১টায় লাগা এ আগুন দীর্ঘ ১৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মী। এছাড়া অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও চার শতাধিক। হতাহতদের মধ্যে ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০৫ জুন