ক্রিকেট

টেস্টে ওপেনিং থেকে সরে চারে নামবেন তামিম!

ঢাকা, ০৪ জুন – বাংলাদেশের ক্রিকেটে ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ড টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের দখলে। টেস্ট ফরম্যাটেও বাংলাদেশের ব্যাটিংয়ের বেশিরভাগ রেকর্ডের মালিক এই ক্রিকেটার। আর এই রেকর্ড দখল করার পথে ১৪ বছরের ক্যারিয়ারে প্রায় সব ম্যাচেই ওপেনিংয়ে ব্যাটিং করেছেন তামিম।

৬৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১২৯ ইনিংসের ১২৭ ইনিংসে ওপেনিং করে তামিম প্রায় ৪০ গড়ে করেছেন ৪৯৮১ রান। সর্বোচ্চ ২০৬ রান এসেছে ওপেনিংয়ে ব্যাট করে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ ইনিংসে পাঁচে নেমে করেছিলেন ৩৯ রান। তবে এবার ওপেনিং থেকে নিচে দেখার সম্ভাবনা রয়েছে তামিমকে।

তেমনই ইঙ্গিত দিলেন টাইগারদের বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্স। ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেওয়ার আগে এই অজি কোচ জানালেন, তামিমকে চারে নামালে ভালো লাগতে পারে তামিমেরও। তবে সিডন্স নিজেও বুঝেন, বাংলাদেশি ওপেনারদের বাস্তবতায় এটা প্রায় অসম্ভব। তামিমের ক্যারিয়ারে তামিম ছাড়া আর কোনো ক্রিকেটারই ওপেনে থিতু হতে পারেননি।

তামিমের চারে নামা নিয়ে সিডন্স বলেন, ‘বেশিরভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে (একটু নিচে নামার) সুযোগটা পায়। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা। তবে আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে!

ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দল কিংবা টাইগার্সে- এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে সে দুর্দান্ত হবে।’

টেস্টে ওপেনিং করা তামিম গত সিরিজে অবশ্য অম্ল-মধুর অভিজ্ঞতার শিকার হয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। ছিলেন টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পথে প্রথম অবস্থানে। তবে ১৯ রান দূরে থাকতে থামতে হয় তাকে। দ্বিতীয় ম্যাচে অবশ্য টেস্ট ক্যারিয়ারের প্রথম জোড়া শূন্যের দেখা পেয়েছেন তামিম।

সূত্র : আরটিভি
এম এস, ০৪ জুন

Back to top button