ঢাকা

অটোরিকশায় লরির ধাক্কা, নিহত ৫

কেরানীগঞ্জ, ০৩ জুন – কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া হাইওয়েতে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন চাঁদপুরের ২০ বছর বয়সী আব্দুস সামাদ, ২৩ বছর বয়সী জুনাইদ, বাগেরহাটের ১৮ বছর বয়সী তমাল, মুন্সীগঞ্জের লৌহজংয়ের ২৫ বছর বয়সী নাঈম। নিহত আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘড়িয়ার সিএনজি স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাসারা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জহির আহমেদ জানান, লরিটি তেঘড়িয়া স্ট্যান্ড থেকে বামে বাঁক নেয়ার সময় দ্রুতগামী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ঘাতক লরিটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৩ জুন ২০২২

Back to top button