উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের আইওয়ায় গির্জার বাইরে গুলিতে নিহত ৩

ওয়াশিংটন, ০৩ জুন – যুক্তরাষ্ট্রের আইওয়ায় গির্জার বাইরে বন্দুকধারীর গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর এনবিসি নিউজের।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে অ্যামেসের কর্নারস্টোন গির্জার বাইরে এ গুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। স্টোরি কাউন্টির শেরিফের ক্যাপ্টেন নিকোলাস লেনি এ তথ্য নিশ্চিত করেছেন।

যে পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে, ধারণা করা হচ্ছে তিনি হামলাকারী। অধিকতর হামলার ঝুঁকি নেই বলে জানান নিকোলাস লেনি। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

হামলার পর ৯১১ নম্বরে কলকারীরা জানান, পার্কিং লটে একজন বন্দুকধারী দু’জনকে গুলি করেন। শেরিফ পল এইচ ফিটজেরাল্ড বলেন, গির্জায় কলেজ ছাত্রদের একটি অনুষ্ঠান চলছিল। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।

নিকোলাস লেনি জানান, তদন্ত প্রাথমিক পর্যায়ে ছিল। বন্দুকধারী আত্মহত্যা করেছে কিনা তাও তদন্ত করা হচ্ছে। তিনি জানান, আইন প্রয়োগকারীরা আসার সময় তিনজন মারা গিয়েছিলেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০৩ জুন

Back to top button