ইউরোপ

জাতিসংঘে এখন থেকে ‘তুর্কিয়ে’ নামেই পরিচিতি পাবে তুরস্ক

নিউ ইয়র্ক, ০৩ জুন – জাতিসংঘে নিজেদের ইংরেজি দাপ্তরিক নাম পরিবর্তন করেছে ইউরো-এশিয়ার দেশ তুরস্ক। এর আগে দেশটির ইংরেজি দাপ্তরিক নাম ছিল ‘তুর্কি’। এখন থেকে যা ‘তুরকিয়ে’ নামে পরিচিত হবে। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গত বুধবার নিজেদের ইংরেজি দাপ্তরিক নাম পরিবর্তন করতে জাতিসংঘের কাছে চিঠি দেয় তুরস্ক। চিঠিতে উল্লেখ করা হয়, ‘তুর্কি’ নয়, তুরকিয়ে নামে পরিচিত হতে চায় দেশটি। এরপরই নাম পরিবর্তনে রাজি হয় জাতিসংঘ।

এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু নাম পরিবর্তনের বিষয়ে আবেদন করেন। তার আবেদন পাওয়ার পরই জাতিসংঘ নাম পরিবর্তনে রাজি হয়।

যদিও শুধু জাতিসংঘ নয়, অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছেও একই অনুরোধ রেখেছে দেশটি।গত বছর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জনগণকে দেশের ইংরেজি দাপ্তরিক নাম তুর্কি ব্যবহার না করার আহ্বান জানান। তিনি এর পরিবর্তে প্রত্যেক ভাষায় তুরকিয়ে নামটি ব্যবহার করার জন্য বলেন।

ওই সময় এরদোয়ান আরো বলেছিলেন, তুরকিয়ে নামটি তুরস্কের সংস্কৃতি, সভ্যতা এবং মানকে সবচেয়ে সঠিকভাবে উপস্থাপন করে।

এন এ/ ০৩ জুন

Back to top button