উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের কারাগারে কলম্বিয়ার মাদক সম্রাটের মৃত্যু

ওয়াশিংটন, ০২ জুন – যুক্তরাষ্ট্রের কারাগারে কলম্বিয়ার মাদক সম্রাট গিলিবার্তো রদ্রিগুয়েজ ওরেজুয়েলার (৮৩) মৃত্যু হয়েছে। একসময় বিশ্বের কোকেন ব্যবসার সিংহভাগ নিয়ন্ত্রণ করতেন গিলিবার্তো। ‘দাবাড়ু’ (চেজ প্লেয়ার) বলেও ডাকা হতো তাকে। কারণ কৌশলগত দিক দিয়ে প্রতিপক্ষের চেয়ে এক কদম এগিয়ে থাকতেন তিনি।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার কারাগারে ৩০ বছরের সাজা খাটছিলেন গিলিবার্তো। ১৯৯৫ সালে তিনি কলম্বিয়ায় গ্রেফতার হন। গিলিবার্তোকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয় ২০০৪ সালে। গিলিবার্তোর পরিবার জানিয়েছেন, তিনি অসুস্থ ছিলেন। মঙ্গলবার গিলিবার্তোর মৃত্যু হয়।

ভাই মিগুয়েলের সাথে মাদক ব্যবসা পরিচালনা করতেন তিনি। যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের দাবি, এই জুটি নব্বই দশকের মাঝামাঝিতে বিশ্বের মোট কোকেন ব্যবসার ৮০ ভাগ নিয়ন্ত্রণ করতেন।

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/০২ জুন ২০২২

Back to top button