আবারও ঢাকায় আসছেন ওয়াসিম জাফর-স্টুয়ার্ট ল
ঢাকা, ০১ জুন – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট কোচ হিসেবে কাজ করতে ফের ঢাকায় আসছেন সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর।
ঢাকায় এসে অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি বিসিবির হাই পাফরম্যান্স দলের সঙ্গেও কাজ করবেন ৩১টি টেস্ট খেলা জাফর।
জাফরের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে আসছেন স্টুয়ার্ট ল-ও। ঈদুল আজহার পর জুলাইয়ের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির ম্যানেজার এইচ এম কায়সার।
২০১৯ সালে মাসকয়েক বিসিবি একাডেমির ব্যাটিং পরামর্শক হিসাবে কাজ করেছেন ওয়াসিম জাফর।
২০২০ সালের মার্চে খেলোয়াড়ি জীবনের ইতি টানা ৪৪ বছর বয়সি জাফর ২০১৮-১৯ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলেছেন। ভারতের ২০২১-২২ মৌসুমে ওডিশা সিনিয়র পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন মুম্বাইয়ের এই সাবেক ডান-হাতি ওপেনার। ভারতের হয়ে জাফর ৩১টি টেস্ট এবং দুটি ওডিআই খেলেছেন।
সূত্র : যুগান্তর
এম এস, ০১ জুন