সংগীত

কেকের মৃত্যুতে যা বললেন রুনা লায়লা

ঢাকা, ০১ জুন – গতকাল রাতে না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকে। বলিউডের এই প্রখ্যাত গায়কের প্রয়াণের শোকের ছায়া নেমেছে সংগীতাঙ্গনে। ভারতের সীমানা পেরিয়ে এই শোক ছড়িয়েছে বাংলাদেশেও।

জনপ্রিয় গায়কের মৃত্যুর খবরে হতবিহ্বল দেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই শিল্পী। অনুভূতি ব্যক্ত করে রুনা লায়লা বলেন—‘কেকে মারা যাওয়ার ভয়ংকর খবরটি শুনলাম। আমার দুঃখ প্রকাশের ভাষা নেই।’

কেকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন রুনা লায়লা। এ ছবি তোলার পেছনের কথা জানিয়ে এই শিল্পী বলেন, ‘আমার সংগীত ক্যারিয়ারের ৫০ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আগে এই ছবি তোলা হয়েছিল। ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শারমীন ইসলাম। আর ওই অনুষ্ঠানে গান গেয়েছিলেন কেকে।’

গতকাল কলকাতায় একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় অসুস্থ বোধ করেন কেকে। শো চলাকালীন বারবার বলছিলেন তার শরীর খারাপ লাগছে। গরম লাগার কথাও জানান তিনি। অসুস্থ বোধ করায় ফিরে যান হোটেলে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এম এস, ০১ জুন

Back to top button