সংগীত

কেকের ময়নাতদন্তের রিপোর্ট যে কথা বলছে

মুম্বাই, ০১ জুন – গতকাল মারা গেছেন বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী কেকে। তার মত্যৃর কারণ নিয়ে জোর আলোচনা চলছে। কলকাতার নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনো কারণে এ সংগীতশিল্পীর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে যে, হৃদযন্ত্রজনিত সমস্যা ছিল কেকের। তবে রাসায়নিক বিশ্লেষণের পর পাওয়া যাবে চূড়ান্ত রিপোর্ট। এখন পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। কিন্তু কেকের মৃত্যুর মূল কারণ জানা যাবে চূড়ান্ত রিপোর্টে।

কেকের মৃত্যুর পর মুম্বাই থেকে কলকাতায় এসেছিলেন তার স্ত্রী জ্যোতি ও পুত্র নকুল কৃষ্ণ কুন্নাথ। কলকাতার রবীন্দ্র সদনে এ সংগীতশিল্পীকে শেষ বিদায় জানান স্থানীয় সংগীতপ্রেমীরা। এসময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শেষ শ্রদ্ধার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে কেকের মরদেহ নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হন কেকের স্ত্রী জ্যোতি।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ০১ জুন

Back to top button