পশ্চিমবঙ্গ

কলকাতার বস্তিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে মমতা

কলকাতা, ১০ নভেম্বর- তপসিয়ায় ঝুপড়িতে বিধ্বংসী আগুন৷ পুড়ে ছাই প্রায় ১০০ টি ঝুপড়ি৷ দাবি স্থানীয়দের৷ অপরদিকে কলকাতা পুলিশ জানিয়েছে ৫০-৬০ টি ঝুপড়ি পুড়েছে৷ সংখ্যাটা যাই হউক,কালীপুজোর আগে বিধ্বংসী আগুনে বহু পরিবারকে ঘরছাড়া হতে হল৷ যদিও সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

দমকল সূত্রে খবর,মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা নাগাদ তপসিয়ায় আগুন লাগে৷ খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দমকলের ৫ টি ইঞ্জিন পাঠানো হয়৷ পরে দফায় দফায় আরও ১৩ টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে৷ মোট ১৮ টি ইঞ্জিন ব্যবহার করা হয় আগুন নেভানোর কাজে৷ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে কোনও হতাহতের খবর নেই৷

এদিন তপসিয়ায় ২৪ নম্বর বাসস্ট্যান্ড লাগোয়া খাল পাড়ের ঝুপড়িতে আগুন লাগে৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও স্থানীয় বিধায়ক জাভেদ খান৷ সেখানে কার্যত মানবিক মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুড়ে যাওয়া ঝুপড়ি বাসীদের সঙ্গে কথা বলেন।

সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। অন্যদিকে, অভিযোগ ঝুপড়িতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান৷ পাশের খাল থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করা হয়৷ পরে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে৷

ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল৷ বিধ্বংসী আগুনে হতাহতের খবর না থাকলেও, আগুনের গ্রাসে সহায় সম্বল হারিয়েছে বহু পরিবার৷ আগুন লাগার সঙ্গে সঙ্গে ঝুপড়ির বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে আনা সম্ভব হয়েছে৷

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এলাকার রঙের কারখানায় প্রথমে আগুন লাগে। সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে৷ তবে কোথা থেকে কিভাবে আগুন লেগেছে, তার তদন্তে নেমেছে দমকল ও পুলিশ৷

অন্যদিকে ঘটনাস্থলে এক তৃণমূল নেতাকে মারধর করে দলীয় কর্মীরা,এমনই অভিযোগ। আহত তৃণমূল নেতাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।

সূত্র : কলকাতা২৪x৭

আর/০৮:১৪/১০ নভেম্বর

Back to top button