জাতীয়
আওয়ামী লীগ নেতা মুকুল বোস লাইফ সাপোর্টে
ঢাকা, ৩১ মে – আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য মুকুল বোস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (৩১ মে) মুকুল বোসের স্ত্রী প্রীতিকনা বোস এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার রাতে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সোমবার রাত ৮টায় পর ওই হাসপাতালের সিসিইউতে লাইফসাপোর্টে রাখা হয়।
মুকুল বোসের স্ত্রী বলেন, তিনি বেশ কিছু দিন ধরে অসুস্থতায় ভুগছেন। কিডনি জটিলতাসহ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। বর্তমানে তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন।
উল্লেখ্য, আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।
সূত্র : আরটিভি
এম এস, ৩১ মে