প্রাক্তন স্বামীকে নিয়ে মুখ খুললেন ‘বেবি ডল’ কনিকা
মুম্বাই, ৩১ মে – গত ২০ মে বিয়ে করেছেন বলিউডের ‘বেবি ডল’খ্যাত গায়িকা কনিকা কাপুর। তার বর গৌতম পেশায় একজন প্রবাসী ব্যবসায়ী। লন্ডনে হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তাদের।
গৌতমের সঙ্গে কনিকার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে রাজ চন্দকের সঙ্গে ঘর বেঁধেছিলেন কনিকা। তিনিও লন্ডন প্রবাসী ব্যবসায়ী ছিলেন। ২০১২ সালে রাজের সঙ্গে এ গায়িকার বিবাহবিচ্ছেদ হয়। এই সংসারে কনিকার দুই কন্যা ও একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর রাজ চন্দক কনিকাকে শুভেচ্ছাও জানিয়েছেন। নতুন সংসারে পা রাখার পর প্রাক্তন স্বামীকে নিয়ে মুখ খুললেন কনিকা।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিটির সঙ্গে কথা বলেছেন কনিকা কাপুর। প্রাক্তন স্বামীকে নিয়ে এই গায়িকা বলেন, ‘আমি এবং আমার প্রাক্তন স্বামী পরস্পরের সঙ্গে সুন্দর একটি সম্পর্ক বজায় রেখেছি। সে আমার জন্য মঙ্গল কামনা করে। আমরা সবসময় এভাবে পরস্পরের পাশে থাকব। আমি মনে করি, ঘৃণা ও নেতিবাচকতা ছাড়া আমাদের এভাবে জীবনযাপন করতে হবে।’
কনিকা ১৮ বছর বয়সে রাজ চন্দকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তা উল্লেখ করে এই গায়িকা বলেন, ‘খুব কম বয়েসে বিয়ে করেছিলাম। এখন বিয়ে বিষয়টিকে ভালো করে বুঝতে পারি। আমি ভারতীয় পরিবারকে অনুরোধ করব, প্রত্যেক মেয়েকে যেন সুশিক্ষিত করে এবং বিয়ের আগেই যেন নিজের পায়ে দাঁড়ায়। কারণ যখন আপনি কারো উপর নির্ভর করবেন, তখন আপনি সবসময় প্রত্যাশা নিয়ে বাঁচবেন এবং পড়ে যাবেন। অন্যজন যদি আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে তা হলে আপনি অসন্তুষ্ট হবেন।’
কনিকা তার কন্যাদের স্বাধীনভাবে বড় করতে চান। তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার কন্যারা স্বাধীনভাবে বেড়ে উঠুক, স্বভাবে নম্র-ভদ্র হোক তা নিশ্চিত করতে চাই। আমি চাই না, কেউ একজন বিল দেবে তার জন্য আমার মেয়েরা অপেক্ষা করুক।’
এম এস, ৩১ মে