ইউরোপ

রাশিয়ার বিরুদ্ধে ৫ লাখ টন গম চুরির অভিযোগ ইউক্রেনের

কিয়েভ, ৩০ মে – ইউক্রেনের ডেপুটি কৃষিমন্ত্রী অভিযোগ করেছেন রাশিয়া তাদের ৫ লাখ টন গম চুরি করে নিয়ে গেছে।

তারাস ভিসোতস্কি টেলিভিশন ভাষণে দাবি করেন, রাশিয়া এই চুরি করা গম লেবানন ও মিশরের কাছে বিক্রি করার চেষ্টা করছে। তবে কায়রো ও বৈরুত এই গম কিনতে অস্বীকৃতি জানিয়েছে।

তবে মস্কো ইউক্রেনের এমন দাবির বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
কয়েকদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে শস্য চুরির অভিযোগ করে আসছে ইউক্রেন। তবে আগে রাশিয়া এই দাবি সরাসরি অস্বীকার করে আসছে।

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/৩০ মে ২০২২

Back to top button