ইভিএমের বড় চ্যালেঞ্জ গোপন কক্ষের ডাকাত: ইসি আহসান
ঢাকা, ৩০ মে – ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোটগ্রহণের সময় গোপন কক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিই নির্বাচন কমিশনের জন্য ‘একমাত্র চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান।
তিনি বলেন, ‘ইভিএমের মধ্যে কোনো চ্যালেঞ্জ আমি দেখি না। চ্যালেঞ্জ একটাই। একটা ডাকাত-সন্ত্রাসী গোপন কক্ষে একজন করে দাঁড়িয়ে থাকে— আপনার ভোট হয়ে, গেছে চলে যান। দিস ইজ দ্য চ্যালেঞ্জ।’
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
আহসান হাবীব বলেন, ‘নির্বাচনে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা টোটাল স্বাধীন। দুর্বলতা নেই। কোনো চাপ নেই। স্বাধীনভাবে কাজ করবো দেখবেন। আমি কথা কম বলতে চাই।’
কুমিল্লার প্রার্থীদের কাস্টমাইজেশন প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে ইসি আহসান হাবীব বলেন, ‘তাদের অনেক প্রশ্ন ছিল, সেসব প্রশ্নের জবাব দিয়েছি।’
সূত্র: সমকাল
এম ইউ/৩০ মে ২০২২