ইউরোপ

যুদ্ধে এখন পর্যন্ত ২৪৩ শিশু নিহত, দাবি ইউক্রেনের

কিয়েভ, ৩০ মে – রাশিয়া আক্রমণ করার পর এখন পর্যন্ত ইউক্রেনে ২৪৩ জন শিশু নিহত হয়েছে। সোমবার ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল দপ্তর এই তথ্য জানিয়েছে।

দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ২৪৩ শিশু নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে ৪৪৪ শিশু।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, এটাই চূড়ান্ত সংখ্যা নয়। যেসব এলাকায় এখনো যুদ্ধ চলছে সেখান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের এই দাবি তারা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

খবরে আরও বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার আজ ৯৬তম দিন। রুশ বাহিনী দোনেতস্কের উপকণ্ঠ থেকে সোভরেদোনেতস্কের কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছে।

ইউক্রেনে হামলা শুরুর আগমুহূর্তে দেশটির দোনবাস অঞ্চলের স্বঘোষিত দুই প্রজাতন্ত্র লুহানস্ক ও দোনেৎস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাশিয়া। রাশিয়া এখন বলছে, দোনবাসের ‘স্বাধীনতাই’ এখন তাদের ‘শর্তহীন অগ্রাধিকার’।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিন মাসের বেশি সময় আগে শুরু হওয়া এ যুদ্ধের পক্ষে আবারও নিজের অবস্থান তুলে ধরে লাভরভ বলেন, রাশিয়া তাদের প্রতিবেশী ইউক্রেনকে নিরস্ত্র করার লক্ষ্য নিয়েই এ অভিযান শুরু করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতোই তিনিও আবার বলেন, ‘নব্য নাৎসি একটি রাষ্ট্রের বিরুদ্ধে এ লড়াই করছে তারা।’

সূত্র: বিডি-প্রতিদিন
এম ইউ/৩০ মে ২০২২

Back to top button