অন্যান্য

হকির র‍্যাংকিংয়ে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে বাংলাদেশ

ঢাকা, ৩০ মে – দেশের ক্রীড়াঙ্গনের জন্য দারুণ এক সুখবর বয়ে আনলো হকি। আন্তর্জাতিক হকির র‍্যাংকিং ইতিহাসে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

সোমবার সকালে আন্তর্জাতিক হকির র‍্যাংকিংয়ে এই অবস্থানে উঠে আসার খবর পাওয়ার পর থেকে দেশের হকি অঙ্গনে চলছে উচ্ছ্বাস!

সাম্প্রতিক সময়ে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলেছে জিমি-চয়নরা। এএইচএফ কাপে তো চ্যাম্পিয়নই হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে হয়েছে রানার্সআপ।

এদিকে দুদিন পরই আগামী ১ জুন চলমান এশিয়া কাপের ৫ম স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। পাকিস্তানকে হারাতে পারলে প্রথমবারের মতো এশিয়া কাপে পঞ্চম স্থান অধিকার করবে বাংলাদেশ।

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে নিজেদের সর্বোচ্চ অবস্থানে যাওয়ায় দেশের হকির সাবেক খেলোয়াড় থেকে শুর করে সংগঠকরা যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন তেমন আক্ষেপও করেছেন।

সাবেক খেলোয়াড় ও বিকেএসপির হকি কোচ মওদুদুর রহমান শুভ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হকির বড় সম্ভাবনা আছে। র‍্যাংকিংয়ে এই অবস্থানে আসা সেটিরই বহিঃপ্রকাশ। সঠিক পরিকল্পনা এবং পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের হকি আন্তর্জাতিক অঙ্গনে আরও অনেক সফলতা বয়ে আনতে পারবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ৩০ মে

Back to top button