শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিদ্যালয়ে আওয়ামী লীগের সভা
লক্ষ্মীপুর, ২৯ মে – লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ক্লাস ছুটি দিয়ে বিদ্যালয়ের হলরুমে কাউন্সিলরদের নিয়ে আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতিসভা করার অভিযোগ উঠেছে। রবিবার (২৯ মে) দুপুরে সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ১২টা থেকে সভার কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের একটি ভবনে এসএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা চললেও মাইকে উচ্চৈঃশব্দে আওয়ামী লীগ নেতাদের বক্তৃতা চলছে।
দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানিয়েছেন, ১২টার দিকে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের কয়েকটি ভবন রয়েছে। এর মধ্যে হলরুমে আওয়ামী লীগের সভা চলছে। অন্য ভবনে এসএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হচ্ছে।
বক্তব্য জানতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহিমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা (ম্যাসেজ) পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি।
দলীয় সূত্র জানায়, ১ জুন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে কাউন্সিলরদের নিয়ে বিদ্যালয়ের মাঠে প্রস্তুতিসভার আয়োজন করা হয়। বৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের হলরুমে সভার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি। চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহিম।
এ বিষয়ে স্কুলের পাঁচ শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তারা বলেন, পূর্ণাঙ্গ ক্লাস করার উদ্দেশ্যে বিদ্যালয়ে এসেছি। কিন্তু এক ক্লাস শেষ করে আওয়ামী লীগের সভার কারণে মাঝপথেই আমাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তখন বাইরে প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টিতে ভিজেই বাড়িতে ফিরেছি সবাই। একদিকে মাইকে উচ্চৈঃশব্দে বক্তারা বক্তৃতা দিচ্ছেন, অন্যদিকে শিক্ষার্থীদের পরীক্ষাও চলছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেবের মোবাইলফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/২৯ মে ২০২২