ইউরোপ
মারিওপোল থেকে আরও ৭০ মরদেহ উদ্ধার
কিয়েভ, ২৭ মে – মারিওপোলের একটি শিল্প ভবনের ধ্বংসস্তুপ থেকে ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন শহরটির মেয়র পেত্রো আন্দ্রিয়ুশশেঙ্কো।
মেয়রের দাবি, রাশিয়ার জরুরি সেবা দেওয়া কর্মীরা এই মরদেহ উদ্ধার করে এবং গণকবর দেয়।
পেত্রো বলেছেন, রাশিয়ার গোলা থেকে বাঁচতেই ওই ভবনে আশ্রয় নিয়েছিল হতাহতরা। এরপর ওই ভবনে রাশিয়ার হামলা চালানো হলে এই দুর্ঘটনা ঘটে।
মেয়র বলেন, ‘কারও পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়রা জানিয়েছে, মরদেহগুলোর শনাক্ত করার মতো কিছুই ছিল না।’
গেল মঙ্গলবারও আলাদা একটি ভবন থেকে ২০০ গলিত মরদেহ উদ্ধারের দাবি করেছিলেন মারিওপোল মেয়র।
সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২৭ মে ২০২২