ইউরোপ

রাশিয়ার প্রস্তাবকে ‘ব্ল্যাকমেইল’ বলছে ইউক্রেন

কিয়েভ, ২৬ মে – নিষেধাজ্ঞা শিথিল করলে ইউক্রেনকে কৃষ্ণসাগরে প্রবেশের সুযোগ দেওয়া হবে। গতকাল বুধবার একথা বলেছিলেন রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেঙ্কো।

রাশিয়ার এমন প্রস্তাবকে ব্ল্যাকমেইল বলে আখ্যা দিয়েছে ইউক্রেন।

কৃষ্ণসাগরের বন্দরটি অবরুদ্ধ করে রাখায় খাদ্য সরবরাহসহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে ইউক্রেন। বিপরীতে বিশ্বজুড়েও গম ও রান্নার তেলের ঘাটতিও দেখা দিয়েছে।
ইউক্রেন বিশ্বের অন্যতম গম ও সূর্যমুখী তেল রপ্তানিকারক দেশ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুবেলা এ বিষয়ে বলেন, ‘আপনি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এর চেয়ে ভালো ব্ল্যাকমেইলের উদাহরণ আর খুঁজে পাবেন না।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধের তিন মাস পরও আমার বার্তা খুবই সহজ, রাশিয়া থেকে আমদানি বন্ধ করুন। রাশিয়া থেকে পণ্য কেনা বন্ধ করুন। রাশিয়া যে অর্থ দিয়ে যুদ্ধের মতো মানুষ মারা ও ধ্বংস করার মেশিনে বিনিয়োগ করছে, তার লাগাম টানুন।’

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২৬ মে ২০২২

Back to top button