এশিয়া

বাইডেন ফিরে যেতেই ৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পিয়ংইয়ং, ২৫ মে – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়া সফর শেষ করার পরপরই তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে নতুন পরীক্ষা চালানো অস্ত্রগুলোর মধ্যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রও রয়েছে।

বুধবার (২৫ মে) পিয়ংইয়ং (উত্তর কোরিয়ার রাজধানী) তাদের পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করে বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া সরকার।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ (জেসিএস) জানায়, বুধবার স্থানীয় সময় ভোর ৬টার দিকে পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এর ৩৭ মিনিট পর দ্বিতীয় এবং ৫ মিনিট পর তৃতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বিশ্ব থেকে বিচ্ছিন্ন দেশটি।

সেনাবাহিনী জানায়, তিনটি ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রথমটিকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বলে আশঙ্কা করা হচ্ছে। এটি ৫৪০ কিলোমিটার উচ্চতা দিয়ে প্রায় ৩৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।

এছাড়া দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি মাঝ-আকাশে ব্যর্থ হয়েছে এবং তৃতীয়টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রটি ছিল।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল উত্তর কোরিয়ার সর্বশেষ উৎক্ষেপণকে ‌আন্তর্জাতিক শান্তির জন্য হুমকিস্বরূপ’ বলে মন্তব্য করেছেন।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/২৫ মে ২০২২

Back to top button