ইউরোপ

পশ্চিমাদের কটাক্ষ করে যা বললেন পুতিন

মস্কো, ২৩ মে – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার পশ্চিমাদের নিয়ে ব্যঙ্গ করেছেন। তিনি বলেছেন, পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়েই নিজেরাই বিপদে পড়েছে।

কৃষ্ণসাগরের সোচি রিসোর্টে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে আলাপে পুতিন দাবি করেছেন, রাশিয়ার অর্থনীতি বেশ ভালো করছে।

আর লুকাশেঙ্কোও বলেছেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞা দুই দেশকেই নিজেদের উন্নয়নে মনোযোগী হওয়ার সুযোগ দিয়েছে। লুকাশেঙ্কো বলেনন, ‘অর্থনৈতিক দিক থেকে তাদের (পশ্চিমা) ধন্যবাদ দেওয়াই উচিত। তারা আমাদের আত্মোন্নয়নের সুযোগ দিয়েছেন।’
এসময় পুতিন রসিকতা করেন বলেন, ‘আমরা তাদের সাথে একটা সিরিয়াস আলাপ করতে চাই।’ আর এই কথায় লুকাশেঙ্কোও সায় দিয়েছেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন
এম ইউ/২৩ মে ২০২২

Back to top button