মধ্যপ্রাচ্য
দুর্বৃত্তের গুলিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য নিহত
তেহরান, ২৩ মে – ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্যকে দেশটির রাজধানী তেহরানে গুলি হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকেলের দিকে দুই মোটরসাইকেল আরোহী গুলি ছুঁড়লে এ হত্যাকাণ্ড ঘটে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) রোববার এক বিবৃতি জারি করেছে। ওই বিবৃতিতে বলা হয়, তাদের সদস্য হাসান সায়েদ খোদায়ারিকে রেভল্যুশনের শত্রুরা হত্যা করেছে।
খোদায়ারি কুদস ফোর্সের একজন সদস্য ছিলেন এবং এর আগে তিনি সিরিয়ায় কাজ করেছেন।
আইআরএনএর মতে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পাঁচটি গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়।
ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা আইআরজিসি আরও জানিয়েছে নিহত ওই সদস্য একজন কর্নেল ছিলেন।
সূত্র : রাইজিংবিডি
এম এস, ২৩ মে