ইউরোপ

ইউক্রেনে আগস্ট পর্যন্ত চলবে সামরিক আইন

কিয়েভ, ২২ মে – সামরিক আইন বলবৎ রাখার সময় তিন মাস বৃদ্ধি করেছে ইউক্রেন। দেশটির চলমান সামরিক আইন আগামী ২৩ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়।

রোববার এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ওই দিনই দেশের সেনাবাহিনীকে মাঠে নামানোর পাশাপাশি দেশজুড়ে সামরিক আইন জারি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপর দু’বার এক মাস করে সময় বৃদ্ধি করা হয়েছে।

ইউক্রেনের পূ্র্বাঞ্চলীয় দনবাসে রাশিয়ার সামরিক অভিযান এখন জোরদার করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ইউক্রেনের পার্লামেন্টে দেশের চলমান সামরিক আইনের মেয়াদ তৃতীয়বারের মতো বাড়ানোর ওপর ভোটাভুটি হয়। ভোটে সময় বৃদ্ধির পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায়।

পার্লামেন্টে ভোটাভুটির পর প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতিনিধি ফেদির ভেনিস্লাভস্কি বলেন, এই সময়ে সামরিক আইন চলার সময় ৯০দিন বৃদ্ধির সিদ্ধান্তের কারণ হলো, প্রতিরক্ষার চেয়ে পাল্টা আক্রমণে সময় বেশি লাগে।

সূত্র: সমকাল
এম ইউ/২২ মে ২০২২

Back to top button