ক্রিকেট

অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলে ফিরলেন রোহিত

নয়াদিল্লি, ৯ নভেম্বর- প্রত্যাশিত ছিল৷ চোট সারিয়ে আইপিএলে খেলায় আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে রোহিত শর্মার ফেরার সম্ভাবনা জোরাল হয়েছিল৷ সোমবার বিকেলে বোর্ডের তরফে রোহিতে টেস্ট সিরিজে ফেরার কথা সরকারিভাবে জানানো হয়৷ তবে অস্ট্রেলিয়ার বিমানে ওঠার আগে বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাশ করতে হতে ‘হিটম্যান’কে৷

২৬ অক্টোবর অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করেছিল জাতীয় নির্বাচক কমিটি৷ সেই সময় আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ফিজিও-র কাছ থেকে রোহিতের ফিটনেস রিপোর্ট পাওয়ার পর অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা৷ কিন্তু এর কয়েকদিন পরেই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের লিগের শেষ ম্যাচে মাঠে নামে রোহিত৷ তিনি নিজেও ফিট বলেও জানান ‘হিটম্যান’৷ এরপর প্লে-অফে খেলে মুম্বই ইন্ডিয়ান্সকে ফাইনালে তোলেন রোহিত৷ মঙ্গলবার তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স নামবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে৷

জাতীয় নির্বাচক কমিটি বোর্ডের মেডিক্যাল টিমের কাছ থেকে ক্রিকেটারদের চোটের আপ-ডেট নিয়ে অস্ট্রেলিয়া সফরে পরিবর্বতিত ভারতীয় স্কোয়াড ঘোষণা করে৷ এই সূচিতে টেস্ট দলে যেমন রোহিত শর্মাকে অন্তভূর্ক্ত করা হয়েছে, তেমনই ক্যাপ্টেন বিরাট কোহলির শেষ দু’টি টেস্ট ছুটির আবেদন মঞ্জুর করেছে বোর্ড৷

সোমবার বোর্ডের তরফে মেল করে জানানো হয়, বিরাট কোহলি অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের পর দেশে ফেরার জন্য বোর্ডের কাছে আবেদন করেছিলেন৷ বোর্ড সেই আবেদনে সাড়া দিয়ে অধিনায়কের ছুটি মঞ্জুর করেছে৷ সুতরাং অ্যাডিলেডে সিরিজে প্রথম টেস্টের পর দেশে ফিরবেন বিরাট৷ জানা গিয়েছে, তাঁর সন্তানসম্ভাবা স্ত্রী সেই সময় সন্তানের জন্ম দেবেন৷ জীবনের এই বিশেষ মুহূর্তে স্ত্রী’র পাশে থাকতে দেশে ফেরার আবেদন করেন কোহলি৷

পাশাপাশি রোহিতকে টি-২০ এবং ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হলেও টেস্ট দলে ঢোকানো হয়েছে৷ তবে তার আগে বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে রোহিতকে৷ এছাড়াও তিন ফর্ম্যাটের দলে বেশ কয়েকটি পরিবর্তন করেছে নির্বাচক কমিটি৷

যেমন, সঞ্জু স্যামসনকে টি-২০ দলের পাশাপাশি ওয়ান ডে দলে অতিরিক্ত উইকেটকিপার হিসেবে অন্তভূর্ক্ত করা হয়েছে৷ এছাড়াও চোটের জন্য এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রি-হ্যাবে থাকা ফাস্ট বোলার ইশান্ত শর্মা সম্পূর্ণ ফিট হয়ে ম্যাচ ফিটনেস প্রমাণ দিলে তিনিও টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন৷ এছাড়া প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া কলকাতা নাইট রাইডার্সের তামিল স্পিনির বরুণ চক্রবর্ত্তী চোটের জন্য শেষ পর্যন্ত দল থেকে ছিটকে গেলেন৷ তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়া সফরের টি-২০ দলে টি নটরাজনকে দলে নেওয়া হয়েছে৷

এছাড়াও চোটের কারণে আইপিএলে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে নামা পারা সানরাইজার্সের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে নিয়ে বোর্ড পরে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে৷

অস্ট্রেলিয়া সফরে পরিবর্তিত ভারতীয় দল:
টি-২০ স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক/ উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, দীপক চাহার ও টি নটরাজন৷

ওয়ান-ডে স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমন গিল, কেএল রাহুল (সহ-অধিনায়ক/ উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ময়াঙ্ক আগরওয়াল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর ও সঞ্জু স্যামসন (উইকেটকিপার)৷

টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, উমেশ যাদব, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ সিরাজ।

সূত্র : কলকাতা২৪x৭

আর/০৮:১৪/৯ নভেম্বর

Back to top button