ফুটবল

আজ পিএসজির জার্সিতে ডি মারিয়ার শেষ ম্যাচ

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগে এটি তাদের শেষ ম্যাচ। অনেক আগেই লিগ জয় নিশ্চিত করে ফেলেছে মেসি-নেইমার-এমবাপ্পেরা। ঘরের মাঠে লিগের শেষ ম্যাচটি খেলছে পিএসজি।

ফরাসি এই দলটির হয়ে এটি অ্যাঙ্গেল ডি মারিয়ার শেষ ম্যাচও।

পিএসজি নিশ্চিত করেছে, মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন ৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। ডি মারিয়াকে বিদায় জানাতে গিয়ে আবেগঘন এক বিবৃতিই দিয়েছে পিএসজি। সেখানে বলা হয়েছে, ‘লাল-নীল জার্সিটাতে যে সাত মৌসুম কাটিয়েছেন, সে জন্য অ্যাঙ্গেল ডি মারিয়াকে যথাযথ সম্মান জানাতে চায় প্যারিস সেন্ট জার্মেই। তিনি এই ক্লাবের হয়ে ১৮টি শিরোপা জিতেছেন, ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করানোর রেকর্ডও এই আর্জেন্টাইনের। ’

আজ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পিএসজি ও মেৎসের মধ্যকার ম্যাচটি। পিএসজি ছেড়ে ডি মারিয়া কোথায় যাবেন- তা এখনো নিশ্চিত হয়। তবে জুভেন্টাসে যাওয়ার গুঞ্জন রয়েছে। এই মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে যদি দলবদল করেন, তাহলে এটি হয়ে থাকবে পিএসজির হয়ে তাঁরও শেষ ম্যাচ।

সূত্র : কালের কণ্ঠ
এম এস, ২১ মে

Back to top button