ইউরোপ

ইতালি ও স্পেনের ৫১ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

মস্কো, ১৮ মে – ইউরোপের দেশ ইতালি ও স্পেনের ৫১ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। রুশ কূটনীতিকদের ইউরোপের বিভিন্ন দেশ থেকে বহিষ্কারের পর মস্কোর পক্ষ থেকে প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর আলজাজিরার।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইতালির ২৪ ও স্পেনের ২৭ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে রুশ কূটনীতিকদের বহিষ্কারের বদলা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, মস্কোর স্প্যানিশ দূতাবাসের ২৭ কর্মী ও সেন্ট পিটার্সবার্গে স্প্যানিশ কনস্যুলেট জেনারেলকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাশিয়ার সংবাদমাধ্যমকে জানান, ইতালির ২৪ কূটনীতিককেও দেশ ছাড়তে বলা হয়েছে।

স্পেন এপ্রিলে বলেছিল, তারা মাদ্রিদে রুশ দূতাবাস থেকে রাশিয়ার ২৫ কূটনীতিককে বহিষ্কার করবে।

এর আগে ফ্রান্সের ৩৪ কূটনীতিককে বহিষ্কার করার কথা জানিয়েছে মস্কো।

এদিকে ইউরোপের বিভিন্ন দেশের কূটনীতিকদের বহিষ্কারের নিন্দা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

তিনি একে ‘শত্রুতাপূর্ণ কাজ’ হিসেবে অভিহিত করেছেন।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকে ইউরোপের বিভিন্ন দেশ মস্কোর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে। এসব পদক্ষেপের মধ্যে অন্যতম হচ্ছে রুশ কূটনীতিকদের বহিষ্কার। তবে রাশিয়াও থেমে নেই। দেশটিও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া অব্যাহত রেখেছে।

সূত্র: সমকাল
এম ইউ/১৮ মে ২০২২

Back to top button