জাতীয়

৫ জুন বাজেট অধিবেশন শুরু

ঢাকা, ১৮ মে – একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ৫ জুন শুরু হবে। ওইদিন বিকেল পাঁচটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক বসবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। বুধবার বিকেলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ অধিবেশনেই আগামী ৯ জুন আসন্ন ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ৯ জুন বাজেট পেশের জন্য সংসদ সচিবালয় ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে।

করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হলেও এবার স্বাভাবিকভাবে এই অধিবেশন চলবে। সংসদের কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে খুব একটা বিধিনিষেধ থাকবে না। গণমাধ্যম কর্মীদেরও অধিবেশন চলাকালে সংসদে প্রবেশের সুযোগ দেওয়া হবে। তবে সর্বশেষ ১৭তম অধিবেশনের মতো করোনা পরীক্ষা করতে হবে।

গত ৬ এপ্রিল জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শেষ হয়।

সূত্র : সমকাল
এম এস, ১৮ মে

Back to top button