দক্ষিণ এশিয়া

মানবাধিকার কমিশন বিলুপ্ত করল তালেবান সরকার

কাবুল, ১৭ মে – আফগানিস্তানের মানবাধিকার কমিশনসহ দেশটির পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগ বিলুপ্ত করেছে ক্ষমতাসীন তালেবান। সোমবার তালেবান সরকারের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

অপর যে চারটি বিভাগ তালেবান বিলুপ্ত করেছে, তার মধ্যে হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন (এইচসিএনআর), একসময়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় নিরাপত্তা পরিষদ, আফগান সংবিধান বাস্তবায়নের তত্ত্বাবধান কমিশন রয়েছে। খবর রয়টার্সের।

আর্থিক সংকটের মুখে পাঁচটি বিভাগকে তালেবান অপ্রয়োজনীয় মনে করায় তারা তা বিলুপ্ত করেছে।

এ প্রসঙ্গে তালেবান সরকারের উপমুখপাত্র ইন্নামুল্লা সামাঙ্গানি বলেন, এই বিভাগগুলোকে প্রয়োজনীয় বলে মনে করা হয়নি। তাই বিভাগগুলোকে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। বিভাগগুলো বিলুপ্ত করা হয়েছে।

সূত্র: সমকাল
এম ইউ/১৭ মে ২০২২

Back to top button