দক্ষিণ এশিয়া

ভারতে আবারও বাড়ল বিমানের জ্বালানির দাম

নয়াদিল্লি, ১৬ মে – পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের পর এবার আবারও বাড়ল বিমান-জ্বালানি এটিএফের দর। চলতি বছরে এ নিয়ে দশমবারের মতো এটিএফের দাম বাড়লো। এ দফায় দর বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ; অর্থাৎ প্রতি কিলোলিটারে প্রায় ৬ হাজার ১৮৮ টাকা!

এর ফলে দিল্লিতে এক কিলোলিটার এটিএফের দাম হল প্রায় ১ লাখ ২৩ হাজার ৩৯ টাকা। কলকাতায় ১ লাখ ২৭ হাজার ৮৫৪ টাকা, মুম্বাইয়ে ১ লাখ ২৭ হাজার ৮৪৭ টাকা এবং চেন্নাইয়ে ১ লাখ ২৭ হাজার ২৮৬ টাকা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোর দাবি, বিশ্ব বাজারে জ্বালানির চড়া দামের প্রভাবই পড়ছে দেশে।

এটিএফের দর যেভাবে বাড়ছে, তাতে বিমান সংস্থাগুলো সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, তাদের খরচের প্রায় ৪০ শতাংশই জ্বালানি খাতে। এর জেরে বিমান ভাড়ার উপরে প্রভাব পড়বে কি না, সেই প্রশ্নও তৈরি হচ্ছে নতুন করে। প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিনেই এটিএফের দাম ৩ দশমিক ২২ শতাংশ বেড়েছিল।

কংগ্রেস, তৃণমূলসহ বিরোধী দলগুলো বিমান-জ্বালানির দাম বাড়ার ঘটনায় নিশানা করেছে ভারতের কেন্দ্রীয় সরকারকে। তৃণমূলের টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘আক্ষরিক অর্থেই আকাশ ছুঁয়েছে বিমানের জ্বালানির দাম। নতুন রেকর্ড গড়েছে। এ বছর এটি দশম বৃদ্ধি। নরেন্দ্র মোদিজি এটাই কি বৃদ্ধির সংজ্ঞা?’

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ১৬ মে

Back to top button