দক্ষিণ এশিয়া

‘স্ত্রী দিবস’ পালনের দাবি ভারতীয় মন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ মে – মা দিবসের পাশাপাশি স্ত্রী দিবসের দাবি জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আথওয়ালে। গতকাল রোববার মহারাষ্ট্রের সাংলিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি স্ত্রী দিবসের দাবি জানান। খবর এনডিটিভি’র।

বিজেপি নেতা রামদাস বলেন, একজন মা সন্তান জন্ম দেন। অন্যদিকে, একজন স্ত্রী তার স্বামীর ভালো-মন্দের সময় পাশে থাকেন। প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। তাই আমাদের স্ত্রী দিবসও পালন করা উচিত।

প্রতিবছর এপ্রিলের তৃতীয় শনিবার পালিত হয় ‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্বামী সমাদরের দিন। স্বামীর শ্রম, সময় ও কাজকে মূল্যায়ন করার ভাবনা থেকেই উৎপত্তি হয় এই দিনের।

সূত্র: সমকাল
এম ইউ/১৬ মে ২০২২

Back to top button