বাংলাদেশ থেকে ভারতে আত্মগোপন ‘সংস্কৃতি’ হয়ে গেছে
কলকাতা, ১৬ মে – অপরাধ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আত্মগোপন করা একপ্রকার ‘সংস্কৃতি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় রাজনীতিবিদ ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, অপরাধীরা মনে করে ভারতে পালিয়ে আসতে পারলে তাদের কেউ ধরতে পারবে না।
প্রশান্ত কুমার (পি কে) হালদার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে গ্রেপ্তারের পর বিমান বসু সাংবাদিকদের এ কথা বলেন।
পশ্চিমবঙ্গের মাটি থেকে এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা গ্রেপ্তার হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের অনেক হত্যাকারী এখনো ভারতে লুকিয়ে থাকতে পারে।
বিমান বসু বলেন, আমি বিভিন্ন পত্র পত্রিকায় পড়েছি বাংলাদেশ থেকে সাজাপ্রাপ্ত আসামির গা বাঁচাতে ভারতে পালিয়ে আসছে। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মতো রাজ্যে এমন ঘটনা ঘটছে। ভারত সরকারের এই বিষয়ে সতর্ক থাকা উচিত।
সূত্র: সমকাল
এম ইউ/১৬ মে ২০২২