ইউরোপ
‘ক্যান্সার আক্রান্ত পুতিন’, বিস্ফোরক দাবি ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধানের
কিয়েভ, ১৫ মে – রাশিয়ার প্রেসিডেন্ট ক্যান্সারের মতো মরণব্যাধিতে ভুগছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমারা এটা নিশ্চিত করতে পারি যে, পুতিন শারীরিক ও মানসিকভাবে বেশ অসুস্থ। একসাথে তিনি অনেকগুলো অসুস্থতায় ভুগছেন, তার মধ্যে একটি হচ্ছে ক্যান্সার।’
এসময় তিনি আরও বলেছেন, পুতিনকে সরাতে সেনা অভ্যুত্থানের প্রক্রিয়া চলমান আছে। তার দাবি, কোনোভাবেই এই সেনা অভ্যুত্থান থামানো যাবে না।
সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/১৫ মে ২০২২