ইউরোপ

রুশ বিমান ঘাঁটিতে বন্দুক হামলা, নিহত ৩

মস্কো, ০৯ নভেম্বর- রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে এক বন্দুক হামলায় অন্তত তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও একজন।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, সোমবার সকালে রাজধানী মস্কো থেকে ৪৯০ কি.মি. দক্ষিণে ভরোনেজ শহরের বিমান ঘাঁটিতে এ ঘটনা ঘটে।

এক সামরিক সদস্য রাইফেল চালিয়ে তার সহকর্মীদের ওপর হামলা চালান বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।

প্রাথমিকভাবে জানা যায়, একদল লোকের ওপর একটি কুঠার দিয়ে প্রথমে হামলা চালান ওই ব্যক্তি। এরপর একটি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালান। এতে তিনজন নিহত হন এবং আহত হন একজন।

পুরো ঘটনা সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, ঘাতক ২০ বছর বয়সী অ্যান্তন ম্যাকারভ পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশের বর্ণনা মতে, নিহতদের মধ্যে সামরিক ঘাঁটিটির দায়িত্বরত একজন কর্মকর্তা এবং একজন গাড়িচালক ছিলেন।

সূত্র: দেশ রুপান্তর

আর/০৮:১৪/৯ নভেম্বর

Back to top button