দক্ষিণ এশিয়া

করাচিতে শক্তিশালী বিস্ফোরণে নিহত ১, আহত ১৩

ইসলামাবাদ, ১৩ মে – পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে একজন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) রাতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

দেশটির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (দক্ষিণ) শারজিল বলেন বিস্ফোরণের সময় বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশেপাশের ভবনগুলোর জানালা ভেঙে গেছে।

এদিকে, করাচির প্রশাসক মুর্তজা ওয়াহাব জিন্নাহ হাসপাতালে আহতদের দেখতে যান। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতাল প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

নিহতরা ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম ওমর সিদ্দিকি। জিন্নাহ হাসপাতালেই কাজ করেন তিনি। এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রাজ্যের মুখ্যমন্ত্রী সিন্ধ মুরাদ আলী শাহকে প্রাথমিকভাবে যে তথ্য দেওয়া হয়েছে তাতে জানা যায় যে, বাইসেকেলে করে বহন করা হচ্ছিল
ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/১৩ মে ২০২২

Back to top button