ইউরোপ
‘ইউক্রেনে মাইন অপসারণ করতে ১০ বছর সময় লেগে যেতে পারে’
কিয়েভ, ১২ মে – ইউক্রেনের ৮টি অঞ্চলে রুশ সেনারা যে স্থল মাইন বসিয়েছে সেগুলো অপসারণ করতে ১০ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার ইউক্রেনের নিউজ এজেন্সি দেশের ইমার্জেন্সি সার্ভিসের বরাতে এক রিপোর্টে বলেছে, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিচার করে মনে হয়েছে—মাইন অপসারণ করতে ১০ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।
ইউক্রেনের সামরিক বাহিনী ও কর্মকর্তারা অভিযোগ করছেন, রুশ বাহিনী পাবলিক স্কুল, বাড়িঘর এবং মৃতদেহের পাশে মাইন, বুবি ট্রাপ এবং বিস্ফোরক রেখে গেছে।
সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/১২ মে ২০২২