ইউরোপ

রাশিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ১

মস্কো, ১২ মে – রাশিয়ার বেলগরদ শহরে ইউক্রেনের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আগ্রাসন শুরুর পর থেকে এ প্রথম ইউক্রেনের হামলায় রাশিয়ার অভ্যন্তরে কেউ নিহত হলেন।

বুধবার বেলগরদ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ এ তথ্য জানান। খবর তাসের।

খবরে বলা হয়, বেলগরদ অঞ্চলের সলোখিতে ইউক্রেনের গোলাবর্ষণের কারণে হতাহতের ঘটনা ঘটেছে।

টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে গ্ল্যাডকভ বলেন, এ পর্যন্ত নিশ্চিতভাবে যে তথ্য পাওয়া গেছে তা হলো— অ্যাম্বুলেন্সে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

তিনি লেখেন, এটি ভয়াবহ গোলাবর্ষণের ঘটনা।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে খবরে বলা হয়, হামলায় একটি আবাসিক ভবনের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। রাশিয়ার যে গ্রামে হামলার ঘটনা ঘটেছে তা ইউক্রেনের সীমান্তের খারকিভ থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত।

সূত্র: সমকাল
এম ইউ/১২ মে ২০২২

Back to top button