উত্তর আমেরিকা

করোনা পজিটিভ ন্যাটোপ্রধান স্টলটেনবার্গ

ওয়াশিংটন, ১১ মে – রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে বছরের পর বছর ধরে সহযোগিতা করতে প্রস্তুত উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো। এই সহযোগিতার মধ্যে সোভিয়েত যুগের অস্ত্র নির্ভরশীলতা বন্ধ করে অত্যাধুনিক পশ্চিমা অস্ত্র সরবরাহ অন্তর্ভূক্ত রয়েছে। বৃহস্পতিবার ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ এ কথা বলেছেন।

এর ক্রেমলিন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউরোপীয় মহাদেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে এবং অস্থিরতা উস্কে দেওয়া হচ্ছে।

স্টলটেনবার্গ ব্রাসেলসে একটি যুব শীর্ষ সম্মেলনে বলেছেন, ‘আমাদের দীর্ঘমেয়াদে প্রস্তুত থাকতে হবে। এই যুদ্ধটি কয়েক মাস এবং বছর ধরে চলার সম্ভাবনা রয়েছে।’

ন্যাটো প্রধান জানিয়েছেন, পশ্চিমা বিশ্ব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে হামলা বন্ধ করতে সর্বাধিক চাপ অব্যাহত রাখবে, যার মধ্যে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং কিয়েভকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা অন্তর্ভূক্ত রয়েছে।

স্টলটেনবার্গ বলেছিলেন, ‘ন্যাটো মিত্ররা দীর্ঘ সময় ধরে সহায়তা প্রদানের জন্য প্রস্তুত এবং ইউক্রেনের রূপান্তরের জন্য পুরনো সোভিয়েত যুগের সরঞ্জাম থেকে আরও আধুনিক ন্যাটো মানের অস্ত্র ও ব্যবস্থাপনা স্থানান্তরে সহায়তা করবে, যার জন্য আরও প্রশিক্ষণের প্রয়োজন পড়বে।’

সূত্র : রাইজিংবিডি
এম এস, ১১ মে

Back to top button