ইউরোপ

পশ্চিমারা হামলার ছক কষছিল : পুতিন

মস্কো, ০৯ মে – রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কয়ারে বিজয় দিবসে বক্তব্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজের বক্তব্যে ইউক্রেনে রুশ আগ্রাসনকে সঠিক প্রমাণের চেষ্টা করেছেন পুতিন। তবে আজকের বক্তব্যে বড় ধরনের কোনো ঘোষণা দেননি তিনি।

ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা রাশিয়ার কথা শুনতে চায়নি এবং তাদের ভিন্ন পরিকল্পনা ছিল।

তারা ক্রিমিয়াসহ আমাদের ভূখণ্ডে অভিযান চালানোর ছক কষছিল।
তিনি আরো অভিযোগ তুলেছেন, ন্যাটো এবং ইউক্রেন রাশিয়ার সীমান্তে ‘আমাদের জন্য অগ্রহণযোগ্য’ হুমকি সৃষ্টি করছিল।

পুতিন বলেছেন, গত এক বছরে ইউরোপের অন্যান্য দেশ এবং ন্যাটোর সঙ্গে উত্তেজনা ছিল। রাশিয়া ইউরোপকে ন্যায্য সমঝোতার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু তারা আমাদের কথা শুনতে চায়নি।

তিনি আরো বলেন, কিয়েভের ওরা বলেছিল যে, তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে এবং ন্যাটো আমাদের কাছাকাছি জমিগুলোর খোঁজ করতে শুরু করেছে। সেটি আমাদের দেশ এবং আমাদের সীমান্তের জন্য সুস্পষ্ট হুমকি হয়ে উঠেছিল। সব মিলিয়ে পরিস্থিতি আমাদের বলছিল যে, লড়াইটা করতে হবে।

যদিও জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে যে, ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে রাশিয়া এবং কিয়েভে মস্কোর এই অভিযান অবৈধ আগ্রাসন।

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/০৯ মে ২০২২

Back to top button