বলিউড
ফের সাইফ পুত্রের সঙ্গে পলক তিওয়ারি বি-টাউনে গুঞ্জন
মুম্বাই, ০৯ মে – ফের একসঙ্গে সময় কাটাতে দেখা গেল, সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান এবং শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারিকে। শনিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে তাদের পার্টি করতে দেখা গেল।
পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন দুই স্টার কিডস। সবুজ শর্টস, সাদা ক্রমটপ এবং গ্রে-শার্ট পরে ছিলেন পলক তিওয়ারি।
অতি সাধারণ লুকসে দেখা গিয়েছে ইব্রাহিম আলি খানকে। একসঙ্গে পার্টি করলেও, দু’জনে আলাদা আলাদা গাড়িতে বাড়ি ফেরেন।
এম এস, ০৯ মে