ইউরোপ

পুতিনের বক্তব্যে ‘হালকা হতাশার ছাপ’ দেখছে যুক্তরাজ্য

লন্ডন, ০৯ মে – দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার মস্কোতে এক প্যারেডে বক্তব্য দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বক্তব্যে পুতিন ইউক্রেনে তার নির্দেশে পরিচালিত অভিযানের যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করেন।

কিন্তু যুক্তরাজ্য পুতিনের বক্তব্যে হতাশা দেখছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, পুতিন হালকা হতাশার আভা প্রদর্শন করেছেন।

বিজয় দিবসের বক্তব্যে পুতিন বলেন, ইউক্রেনে অভিযানের কারণ ন্যাটো জোট রাশিয়া ঘিরে ফেলছে এবং তাদের পশ্চিমে অবস্থিত প্রতিবেশী দেশে ঘাঁটি বানাচ্ছে।
পুতিনের অভিযোগ নাকচ করে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ন্যাটো দেশের রাশিয়ার সঙ্গে মাত্র ৬ শতাংশ স্থল সীমানা রয়েছে এবং ইউক্রেনে ন্যাটোর কোনো ঘাঁটি ছিল না। হতাশা থেকে পুতিন এই মন্তব্য করেছেন বলে মন্তব্য করেন বেন ওয়ালেস।

সূত্র: বিডিপ্রতিদিন
এম ইউ/০৯ মে ২০২২

Back to top button