ক্রিকেট

মোস্তাফিজকে চাইলেই সে টেস্ট খেলবে, কনফিউশনের কিছু নেই : পাপন

ঢাকা, ০৮ মে – মোস্তাফিজুর রহমান টেস্ট খেলতে চান না-এ নিয়ে একদিন আগে সমস্ত রাগ-ক্ষোভ ঝেড়ে ফেললেন বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আইপিএল খেলতে পারলে দেশের হয়ে কেন টেস্ট খেলতে পারবেন না মোস্তাফিজ- এমন প্রশ্ন তোলেন তিনি।

শুধু তাই নয়, প্রকারান্তরে মোস্তাফিজের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। কাটার মাস্টারের কাছে তিনি প্রশ্ন রাখেন, টাকার চেয়েও কি দেশ বড় নয়? টাকার চেয়ে কি ক্রিকেট বড় নয়?

মোস্তাফিজকে নিয়ে খালেদ মাহমুদের ক্ষোভ এবং তার টেস্ট খেলতে না চাওয়া নিয়ে প্রশ্ন তুলে দেয়ার পর তোলপাড় বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। আজ (রোববার) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা উঠেছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে।

সেখানে বিসিবি সভাপতি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, মোস্তাফিজ টেস্টের পরিকল্পনায় নেই। এ কারণে তাকে টেস্ট দলে রাখা হয় না এবং তার এ কারণে টেস্ট খেলা হয় না। তবে বিসিবি সভাপতি একই সঙ্গে এটাও জানিয়েছেন, প্রয়োজন হলে অবশ্যই টেস্ট খেলবে মোস্তাফিজ, এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।

বিসিবি সভাপতি বলেন, ‘এখানে ইস্যুটা হচ্ছে খুব স্বাভাবিক। আমি জানি না কেন বার বার এ কথা আসছে? এখানে কোনো কনফিউশন রাখার কোনো কারণই নেই। যখন আমরা কাউকে কোনো অপশন দেইনি, কে কোন ফরম্যাট খেলবে, তখনো কেউ কিন্তু মোস্তাফিজকে টেস্ট দলে নেয়নি। কেন নেয়নি আমি জানি না। মোস্তাফিজকে তারা টেস্টে সিলেক্ট করেনি, তারা ওডিআই ও টি-২০ খেলাতো।’

‘কিন্তু একটা সময় আসে যখন নাকি আমরা টেস্টের জন্য কিছু আলাদা খেলোয়াড় তৈরি করি। যেমন মুমিনুল, সাদমান, শান্ত, সাইফ, রাহী, এবাদত, খালেদ এদেরকে আমরা টেস্টের জন্য তৈরি করি। এদের সুযোগ দিতে হবে, সেজন্য ওকে নেওয়া হয়নি। ও আমাদের টেস্টে নাই।’

‘তারপর যখন একটা অপশন সবাইকে দেওয়া হলো কে কোন ফরম্যাট খেলতে চায়, চাইলেই হবে এমন না। অনেকেই অনেক ফরম্যাট খেলতে চাইছে, কোন প্লেয়ার আছে যে বলবে আমি তিনটা খেলতে চাই না। তরুণ সবাই চায়। তাই বলে আমরা সবাইকে কি সব ফরম্যাট রাখব নাকি? জিনিসটা স্বাভাবিক, আপনারা কেন এতো চিন্তা করেন আমি বুঝি না। ও ন্যাচারালি (কেন্দ্রীয় চুক্তিতে পছন্দ) দিয়েছে, ওকে এমনেও তো টেস্টে নেয় না। ও ওডিআই, টি-২০ দিয়েছে (কেন্দ্রীয় চুক্তি), তাতে করে বুঝা যাচ্ছে আসলে টেস্টের প্রতি ওরও আগ্রহ ওরকম নাই। এটা বাস্তবতা। এটা আমরা জানি।’

‘কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি এমন অবস্থা হয়, আমাদের কাছে এখন কোনো ফাস্ট বোলার নাই এবং আমাদের একটা ফাস্ট বোলার দরকার তখন দেশের স্বার্থে খেলবে কি না? অবশ্যই খেলবে। এখানে তো কোনো আলাপ আলোচনারই বিষয় নাই। এমন তো না কোনো ইচ্ছা বা অপশন। ও তো আইপিএলে যাওয়ার আগেও বলে গেল, আইপিএলের চেয়ে আমার দেশের জন্য খেলা ইম্পর্ট্যান্ট। আপনাদেরই বলেছে, আমাকে যদি শ্রীলঙ্কা সিরিজে রাখা হয়, আমি আইপিএল খেলব না। এটা ক্লিয়ার কাট, সো এখানে কোনো কনফিউশন কিসের?’

সূত্র : জাগো নিউজ
এম এস, ০৮ মে

Back to top button