৭০০ মিলিয়ন ডলারের রাশিয়ান প্রমোদতরি আটকে দিল ইতালি
রোম, ০৭ মে – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসংশ্লিষ্ট ৭০০ মিলিয়ন ডলারের একটি প্রমোদতরি জব্দ করার নির্দেশ দিয়েছে ইতালি।
গত বছরের সেপ্টেম্বর মাস থেকে তাস্কানির একটি বন্দরে প্রমোদতরি ‘শেহেরজাদে’ মেরামত করা হচ্ছে। তবে সম্প্রতি এটি সমুদ্রে নামানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আর এরই মধ্যে সংবাদমাধ্যমে এই প্রমোদতরির মালিকের সঙ্গে পুতিনের ঘনিষ্ঠতার সংবাদ বের হওয়ায় এটি জব্দ করার নির্দেশ দিয়েছে ইতালির অর্থ মন্ত্রণালয়। খবর বিবিসি ও স্কাই নিউজের।
ইতালির অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রুশ সরকারের গুরুত্বপূর্ণ উপাদানের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে ওই প্রমোদতরির মালিকের। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার অধীনে এটি জব্দ করা হচ্ছে।
এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে ব্যয়বহুল প্রমোদতরিগুলোর মধ্যে একটি, যা রাশিয়ান বিলিয়নিয়ারদের সঙ্গে যুক্ত এবং এতে দুটি হেলিপ্যাড রয়েছে।
তবে শেহেরজাদের প্রকৃত মালিক কে সে বিষয়টি প্রকাশ্যে আনেনি সংবাদমাধ্যমগুলো। তবে গুজব রয়েছে, শেহেরজাদের মালিক পুতিনের খুবই ঘনিষ্ঠ অথবা তার অভ্যন্তরীণ সার্কেলের কোনো সদস্য।
সূত্র: যুগান্তর
এম ইউ/০৭ মে ২০২২