জাতীয়

‘মন্ত্রীর আত্মীয়‌দের’ জ‌রিমানা করা টি‌টিই মান‌সিক বিকারগ্রস্ত, দা‌বি রেলের

ঢাকা, ০৭ মে – রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণকারী তিন ট্রেনযাত্রীকে জরিমানা করে সাময়িক বরখাস্ত হওয়া ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে এখন মান‌সিক বিকারগ্রস্ত ব‌লছে রেলও‌য়ে! মন্ত্রীর আত্মীয় ওই যাত্রী‌দের বরা‌তে জা‌নি‌য়ে‌ছে, টি‌টিই নেশাগ্রস্থ ছি‌লেন!

রে‌লের পাক‌শির বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (‌ডি‌সিও) না‌সির উদ্দিন আজ শ‌নিবার লি‌খিত বক্ত‌ব্যে দা‌বি ক‌রে‌ছেন, সাম‌য়িক বরখাস্ত হওয়া টি‌টিই শ‌ফিকুল ইসলাম ‌বিনা টি‌কিটের যাত্রী‌দের লা‌থি দি‌য়ে ট্রেন থে‌কে ফে‌লে দেওয়ার হুম‌কি দি‌য়েছি‌লেন। জনপ্রতি ৫০০ টাকা ক‌রে দা‌বি ক‌রেন তিনি।

তবে টি‌টিই শ‌ফিকুল গতকাল শুক্রবার জানান, মন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া যাত্রী‌র সঙ্গে খারাপ ব্যবহার ক‌রেন‌নি। তারা টি‌কিট ছাড়া পাবনার ঈশ্বরদী জংশন থে‌কে শুক্রবার রা‌তে ঢাকাগামী সুন্দরবন এক্স‌প্রেসের এসি কে‌বি‌নে ওঠেন। তা‌দের শোভন শ্রেণির বগিতে পাঠা‌নো হয়। সহকারী বাণিজ্যিক কর্মকর্তার নির্দেশে ৩৫০ টাকা ক‌রে জ‌রিমানা করা হয়।

ট্রেন ঢাকা পৌঁছানোর আগেই ‌ভোররা‌তে টি‌টিই শ‌ফিকুল‌কে সাময়িক বরখাস্ত ক‌রা হয়। তার মোবাইল ফো‌নে কল ক‌রে বরখাস্তের খবর জানা‌নো হয়।

শুক্রবার এ খবর প্রকা‌শের পর সামাজিক যোগা‌যোগ মাধ্যমে আলোচনার সৃ‌ষ্টি হয়। টি‌টিইকে বু‌লেট ট্রেনের গ‌তি‌তে বরখাস্ত করার বিষয়ে দফায় দফায় চেষ্টা ক‌রেও রেলমন্ত্রীর বক্তব্য জান‌তে যায়নি।

ট্রেন গন্ত‌ব্যে পৌঁছানোর আগেই তিন যাত্রী কীভা‌বে কার কা‌ছে অভিযোগ ক‌রে‌ছিলেন আর কী কার‌ণে টি‌টিইকে বরখাস্ত করা হ‌য়ে‌ছে এ বিষ‌য়ে রেল স‌চিব ড. হুমায়ুন কবির, রে‌লের মহাপ‌রিচালক ডিএন মজুমদা‌রের বক্তব্যও বারবার চেষ্টা ক‌রে জানা যায়‌নি।

যাত্রী‌দের লিখিত অভিযোগে ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে ব‌লে দা‌বি ডি‌সিও না‌সির উদ্দিনের। ট্রেন ঢাকা পৌঁছার আগেই মাত্র দুই ঘণ্টার ম‌ধ্যে কী ক‌রে যাত্রীর লিখিত অভিযোগ পে‌লেন? এ প্রশ্নে ডি‌সিও ব‌লেন, রেলের কার্যক্রম ২৪ ঘণ্টাই চ‌লে। অভিযোগ পাওয়ার আধা ঘণ্টার ম‌ধ্যেই ব্যবস্থা নেওয়ার শত শত ন‌জির র‌য়ে‌ছে।

যে‌কো‌নো যাত্রীর অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়? এমন প্রশ্ন এড়িয়ে ডি‌সিও ব‌লে‌ছেন, টি‌টিই শফিকু‌লের বিরু‌দ্ধে যাত্রী ও সহকর্মী‌দের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ আগে থে‌কেই র‌য়ে‌ছে। তি‌নি আই‌ন বিষয়ে স্নাত‌কোত্তর ডি‌গ্রি অর্জনের পরও টি‌টিই প‌দে চাক‌রি করার কার‌ণে হীনমন্যতায় ভো‌গেন।

সূত্র: সমকাল
এম ইউ/০৭ মে ২০২২

Back to top button