পটুয়াখালী

দুই নেতার কোন্দলে বাউফল আওয়ামী লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি

পটুয়াখালী, ০৬ মে – পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আওয়ামী লীগের কোন্দলে দলীয় কার্যালয়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মূলত একই কার্যালয়ে একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পরস্পরবিরোধী সংবাদ সম্মেলনের আয়োজন করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন।

তিনি জানান, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে ওই এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ সংসদ সদস্য আ স ম ফিরোজ তার কমিটির সাধারণ সম্পাদক বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমসহ নানা বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

একই সময় দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনের ঘোষণা দেন সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার। এতে দলীয় কার্যালয়ে উত্তেজনা বিরাজ করছিল।

সূত্র : ঢাকা পোস্ট
এম এস, ০৬ মে

Back to top button