ক্রিকেট

দ. আফ্রিকার লিগে দেখা যাবে আইপিএলের চার দলকে!

মুম্বাই, ০৫ মে – সম্প্রতি নিজস্ব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ছয়টি বেসরকারি মালিকানাধীন দলের অংশগ্রহণে আগামী জানুয়ারিতে হবে দক্ষিণ আফ্রিকার এই লিগ। যেখানে যেতে পারে আইপিএলের চারটি দলকে।

এরই মধ্যে দিল্লি ক্যাপিট্যালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস দক্ষিণ আফ্রিকার লিগে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া কেভিন পিটারসেনের একটি কনসর্টিয়ামও ৩০ ম্যাচের এই দক্ষিণ আফ্রিকান লিগে দল কিনতে চায়।

২০১৭ সালে গ্লোবাল লিগ টি-টোয়েন্টি ও সদ্য ভেঙে যাওয়া এমজানসি সুপার লিগের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এটি তৃতীয় লিগ নামানোর চেষ্টা। তবে এবার আর ব্যর্থ হতে চায় না তারা। আইপিএলের পর বিশ্বের দ্বিতীয় সেরা লিগ হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করতে চায় প্রোটিয়া বোর্ড।

তাদের সম্ভাব্য হিসাব অনুযায়ী আগামী ১০ বছরে এই লিগের পেছনে খরচ হবে ৫৬ মিলিয়ন ডলার। যেখানে একই সময়ে এটি থেকে আয় হবে ৩০ মিলিয়ন ডলার। তবে সুপারস্পোর্টের সঙ্গে ৮৯ মিলিয়ন ডলারের চুক্তি থাকায় অংশগ্রহণকারী দলগুলোকেও লাভের অংশ দিতে পারবে তারা।

সূত্র : জাগো নিউজ
এম এস, ০৫ মে

Back to top button