দক্ষিণ এশিয়া

করোনা মিটলেই কার্যকর হবে CAA, শিলিগুড়িতে ঘোষণা শাহের

নয়াদিল্লি, ০৫ মে – ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তব এবং বিশ্ব থেকে মহামারী করোনা ভাইরাস চলে গেলেই এ আইন কার্যকর করা হবে।

বৃহস্পতিবার ভারতের নর্থ বেঙ্গলের শিলিগুরিতে এক জনসভায় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন মন্তব্য করেন।

এর মাধ্যমে অমিত শাহ জানান দিয়ে গেলেন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এখনো কেন্দ্রের এজেন্ডায় রয়েছে।

২০১৯ সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় বিজেপি সরকার সিএএ পাস করেছিল। সংশোধিত আইনে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানে নির্যাতনের শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

তবে মুসলিম সম্প্রদায়ের কেউ এই আইনে ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন না।

২০১৫ সালের আগে যে সকল অমুসলিম ভারতে এসেছিল তাদের দ্রুত সময়ের মধ্যে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়।

তবে এ আইনের বিরোধিতা করে আসছিল পশ্চিমবঙ্গের মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তারা জানিয়েছে, পশ্চিমবঙ্গে এমন কোনো আইন প্রয়োগ করা হবে না।

অমিত শাহ অভিযোগ করেছেন এ বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দোপাধ্যায় ‘গুজব’ ছড়াচ্ছেন।

আর এ বিষয়টি নিয়ে কথা বলেছেন অমিত শাহ। তিনি বলেছেন, আমি আজ নর্থ বেঙ্গলে এসেছি। আমি এটি পরিস্কার করতে চাই তৃণমূল কংগ্রেস গুজব ছড়াচ্ছে এ আইন প্রয়োগ করা হবে না। আমি বলতে চাই যখনই মহামারী করোনা চলে যাবে আমরা মাঠ পর্যায়ে সিএএ আইন প্রয়োগ করব।

তিনি আরও বলেন, মমতা দিদি। আপনি কি চান অনুপ্রবেশ চলতেই থাকুক? কিন্তু আমি আপনাকে বলতে চাই সিএএ বাস্তব এবং এটি বাস্তব থাকবে এবং তৃণমুল এ ব্যাপারে কিছু করতে পারবে না।

এদিকে অমিত শাহের এমন মন্তব্যের পর প্রায় সঙ্গে সঙ্গে এর জবাব দিয়েছেন মমতা।

তিনি তার জবাবে বলেন, এটাই তাদের পরিকল্পনা। কেন তারা বিলটি সংসদে আনছে না? তারা ২০২৪ সালে আসছে না। আমি আপনাদের বলছি।

মমতা আরও বলেন, আমরা চাই না কোনো নাগরিক অধিকার ভোগান্তিতে পড়ুক। একতাই আমাদের শক্তি। সে (অমিত শাহ) এক বছর পর আবার এসেছে। যখনই তারা আসে তখনেই রাবিশ কথা বলে।

এদিকে সমালোচকদের মতে, সংশোধিত নাগরিকত্ব আইন ও পরিকল্পিত ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন (এনআরসি) এর কারণে ভারতে কয়েক লাখ মুসলিম তাদের নাগরিকত্ব হারাতে পারেন।

যদিও ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ভারতীয় তাদের নাগরিকত্ব হারাবেন না।

সূত্র: যুগান্তর
এম ইউ/০৫ মে ২০২২

Back to top button