নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
নোয়াখালী, ০৫ মে – নোয়াখালী সদরে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (৫ মে) বিকেল সাড়ে ৩টায় ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াফদা হেরাঙ্গী রোড়ের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের নাম জোবায়েদা আক্তার (৩০) ও সবুজ (৪০) বলে জানা গেছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই সুবর্ণচর উপজেলার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেলে সোনাপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি সুবর্ণচরের দিকে যাচ্ছিল। পথে ধর্মপুরের হেরাঙ্গী রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জোবায়দা ঘটনাস্থলে ও সবুজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জাগো নিউজকে জানান, মঞ্জুরা খাতুন ও আবদুল্লাহ নামের আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : জাগো নিউজ
এম এস, ০৫ মে